ঝালকাঠির পথসভা বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আন্দোলনে অনেকে আহত হয়েছ, অনেকে জীবন হারিয়েছেন। অনেকে হাত হারিয়েছেন, পা হারিয়েছেন। চোখ হারিয়ে হাসপাতালের বেডে কেউবা বাড়ির বিছানায় কাতরাচ্ছেন। এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, সেই ছাত্র জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহতায়ালা তাদের সবাইকে সুস্থ ভালো রাখুক। এই ঘটনায় যারা জড়িত, সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত দেখতে চাই। এই খুনিদের যথাযথ বিচার বাংলাদেশের পেনাল কোর্ট অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করছি। গড়িমসি করে সময় ক্ষেপন করা নয়। স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী সকলকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই।
পথসভায় তিনি ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং জালিমদের উপযুক্ত শাস্তির আহ্বান জানান জামায়াত আমির। সোমবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব মন্তব্য করেন।
ঝালকাঠি জেলা আমির এডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুর ইসলাম মাসুদ, বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার ও ঝালকাঠি-২ আসনের জামায়াতের এমপি প্রার্থী শেখ নেয়ামুল করিম।
বিডি প্রতিদিন/নাজমুল