মনিবের হত্যা মামলায় সাক্ষ্য দিতে কাঠগড়ায় দাড় করানো হয় এক কুকুরকে! ঘটনাটি ঘটে ফ্রান্সের টুরস শহরের একটি আদালতে। খুনিকে শনাক্ত করার প্রথম পর্যায়ের শুনানিতে ল্যাব্রাডর প্রজাতির ট্যাঙ্গো নামের কুকুরটিকে আদালতে হাজির করা হয় সাক্ষী হিসেবে।
জানা গেছে, নয় বছর বয়সের ট্যাঙ্গো ছিল খুনের ঘটনার প্রত্যক্ষদর্শী। তাই আদালতের নির্দেশেই কুকুরটিকে আদালতে হাজির করা হয়। ব্যাট দিয়ে কুকুরটিকে ভয় দেখাতে সন্দেহভাজন খুনিকে বিচারক নির্দেশ দেন। ট্যাঙ্গোর প্রতিক্রিয়ার মাধ্যমে সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করার লক্ষ্যেই এমন নির্দেশ। আর পুরো ব্যাপারটি যাতে সম্পূর্ণ পক্ষপাতহীন ও সুষ্ঠুভাবে ঘটে, সে জন্য নরম্যান নামে অপর একটি কুকুরকে একইভাবে ভয় দেখানোর নির্দেশ দেওয়া হয়। দু'টি কুকুর একই প্রজাতির ও একই বয়সের। অবশ্য, শেষ পর্যন্ত পুরো আইডিয়াটিই ব্যর্থ হয়ে যায়। কুকুরের প্রতিক্রিয়া থেকে কিছুই আচ করতে পারেনি আদালত।
ফ্রান্সের আদালতে কুকুরকে সাক্ষী হিসেবে দাঁড় করানোর ঘটনা এটাই প্রথম নয়। এর আগে গত মাসে ডালমেশিয়ান প্রজাতির একটি কুকুরের প্রতিক্রিয়া জানাতে এক পশু চিকিৎসককে আদালত নির্দেশ দিয়েছিল। ওই কুকুরটির সামনে দুই সন্দেহভাজন খুনিকে দাঁড় করানো হয়েছিল।