যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক বিপণি কেন্দ্রে হঠাৎ করেই ঢুকে পড়েছে চার ফুট লম্বা নীল নদের এক কুমির। তবে কারও কোনো ক্ষতির কারণ হয়নি সে। কুমিরটি উদ্ধার করে তা নিয়ে যাওয়া হয়েছে ক্যালিফোর্নিয়ার ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টে।
পিটিআইয়ের খবরে জানানো হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে ওই বিপণি কেন্দ্রের চারপাশে কুমিরটি ঘোরাফেরা করছিল। পরে কুমিরটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ জানায়, ওই শপিং মলের কাছে সার্পেন্টারিয়াম নামের একটি সরীসৃপ জাতীয় প্রাণী কেনাবেচার প্রতিষ্ঠানের সামনে কেউ কনটেইনারে করে কুমিরটিকে রেখে যায়। এটার মুখ অবশ্য স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। কুমিরটি কোনো ক্রমে কনটেইনার থেকে বেরিয়ে বিপণি কেন্দ্রের চারপাশে ঘোরাফেরা শুরু করে। শপিং মলে কেনাকাটা করতে আসা লোকজন কুমির দেখে ভয় পেয়ে কর্তৃপক্ষকে জানায়। এরপর সেটিকে উদ্ধার করা হয়।
ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টের মুখপাত্র প্যাট্রিক ফয় বলেন, চার ফুট লম্বা এ কুমিরটি কোনও শিশুকে গুরুতর আহত করা বা মেরে ফেলার মতো ভয়ংকর।