অস্ট্রেলিয়ায় এক জঙ্গির দুই হাতে নরমুণ্ডু। আর সেই ছবি পোস্ট করে দেওয়া হলো আরেক জঙ্গি বন্ধুর টুইটারে। বন্ধু খালেদ শরফের টুইটারে পোস্ট করা ছবিটিতে দেখা যায়, হাতে নরমুণ্ডু নিয়ে ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন অস্ট্রেলিয়ার সিডনির বক্সার মহম্মদ এলোমার।
ছবি পোস্ট করার সঙ্গে জঙ্গি খালেদ টুইট করেছেন, 'এক বালতি নরমুণ্ডু রয়েছে। অস্ট্রেলিয়ায় কারও কোনো অঙ্গের প্রয়োজন হলে নির্দ্বিধায় আমাকে বলতে পারো। আমি তোমাদের সাহায্য করব।'
জঙ্গি খালেদ আইএসের সঙ্গে যুক্ত। সিডনি ও মেলবোর্নে হামলার পরিকল্পনা ব্যর্থ হওয়ায় জেল হয় খালেদের। কিন্তু জেল থেকে পালিয়ে ভাইয়ের পাসপোর্টে দেশ ছাড়েন খালেদ। আপাতত মধ্যপ্রাচ্যে রয়েছেন খালেদ। এলোমারের স্ত্রী, ২৯ বছরের ফতেমা গত ৮ জুলাই সিরিয়ার আদালতে হাজিরা দেন।
হাতে নরমুণ্ডুসহ করা টুইট প্রসঙ্গে বৃহস্পতিবার রাতে অ্যাটর্নি জেনারেল জর্জ ব্র্যান্ডিডের মুখপাত্র দ্য অস্ট্রেলিয়ান পত্রিকাকে জানান, যদি ছবিগুলো সত্যি হয়, তাহলে অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী এটা অপরাধ।
অবশ্য গত সপ্তাহে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে অস্ট্রেলিয়ার পুলিশকে খালেদ জানিয়েছেন, অস্ট্রেলিয়ানদের জবাই করবেন তিনি। তথ্যসূত্র : ইন্টারনেট।