চাঁদে ভিনগ্রহের প্রাণী হাঁটছে, সম্প্রতি জনমনে আলোচিত এমন একটি ভিডিওকে “ময়লা, চোখের পাঁপড়ি বা যে ফিল্ম দিয়ে ছবিটি তোলা হয়েছে তার নেগেটিভের ওপর পড়া একটি দাগ” বলে চিহ্নিত করেছেন নাসার বিজ্ঞানীরা।
ভিডিওটি ইউটিউবে পোস্ট করার এক মাসের মধ্যে ২০ লাখেরও বেশি মানুষ ভিডিওটি দেখেছেন বলে জানিয়েছে আইএএনএস।
এতে চাঁদের ওপর একটি ভিনগ্রহের প্রাণীকে দেখা যায়। একটি অন্ধকার আকৃতিতে গুগল মুনে এটিকে দেখনো হয়েছে।
নাসার বিজ্ঞানীদের মতে, এই ভিডিওটি ১৯৭১ সাল থেকে ১৯৭২ সালের মধ্যে অ্যাপোলো ১৫ অথবা ১৭ মানুষবাহী চাঁদে অভিযানের সময় তোলা হয়েছিল।
নাসার এক বিজ্ঞানী বলেন, “আমার যতদূর মনে হয়, এটি ফিল্মের ওপর থাকা কোনো ময়লা, চোখের পাঁপড়ি বা ফিল্মের নেগেটিভের কোনো দাগ।”