আপনার মাথায় কি টাক? তবে সাবধান, আপনার হার্ট অ্যাটাক হলেও হতে পারে। কথাটা শুনতে অবাক লাগলেও টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এমনটাই জানিয়েছেন।
সম্প্রতি জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা যুক্তরাষ্ট্র ও ইউরোপের প্রায় ৪০ হাজার মানুষের উপর একটি পরীক্ষা করে জানিয়েছেন, যাদের মাথা টাক তাদের ক্ষেত্রে হৃদরোগে মৃত্যুর ঝুঁকি বেশি। টোকিও বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক ডিজিজের গবেষণার ফলাফলে দেখা যায়, যাদের মাথায় টাক তারা হৃদরোগে আক্রান্ত হন বেশি। যে ৪০ হাজার লোককে নিয়ে গবেষণা করা হয়েছে তারা প্রত্যেকেই হৃদরোগের শিকার হয়েছেন।
তবে তারা জানাচ্ছেন, মাথায় মাঝখানের অংশে টাক পরে যদি সে অংশ অতিরিক্ত তৈলাক্ত হয়ে যায় তবে বিপদ হতে পারে। এক্ষেত্রে তিরিশ বছরের পর থেকেই হৃদরোগের সম্ভাবনা দেখা দিতে পারে।