শরীরে ৪৫৩ টি ছিদ্র আছে জার্মান নাগরিক রলফ বাচোলজের (৫৩)। এ কারণে ২০১২ সালে গিনেস বুক অব রেকর্ডস তাকে বিশ্বের সবেচেয়ে বেশি ছিদ্র বিশিষ্ট ব্যক্তি হিসেবে ঘোষণা করেছিল। ইনফরমেশন টেকনোলোজিতে কাজ করা এ রেকর্ডধারীকে ঢুকতে দেওয়া হয়নি দুবাইয়ে।
রবিবার অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) রিপোর্টে বলা হয়েছে, এই ব্যক্তি দুবাইয়ের উদ্দেশ্যে একটি বিমানে যাত্রা করেছিলেন। বিমান থেকে নামার পর তাকে মাইগ্রেশন কর্তৃপক্ষ দুবাইয়ে ঢুকতে দেয়নি। তাকে ইস্তাম্বুলের একটি ফ্লাইটে ফেরৎ পাঠানো হয়েছে।
তিনি দুবাইয়ের যে হোটেলে থাকতে চেয়েছিলেন সে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা তাদের সাধ্যমত চেষ্টা করার পরও তাকে জয়গা করে দিতে ব্যর্থ হয়েছেন।
বাচোলজ জীবনে আর কখনো দুবাইয়ে না আসার প্রতিজ্ঞা করে এক টুইট বার্তায় বলেছেন, ‘অবশেষে আমি জানতে পারলাম আমাকে কেন দুবাইয়ে ঢুকতে দেয়া হলো না। তারা আমাকে ব্লাক ম্যাজিক মনে করেছে’।