যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আলাবামার একটি পরিবার সপ্তাহান্তে বড় ধরনের একটি কুমির [এলিগেটর] শিকার করে। এটি লম্বায় ১৫ ফুট এবং ওজন ৪৫৯ কেজি। বৈধভাবে শিকার হওয়া কুমিরদের মধ্যে এটিই আলাবামায় সবচেয়ে বৃহত্তম। নিউজ পোর্টাল এএল.কম সোমবার তাদের এক প্রতিবেদনে কুমিরটির শিকার হওয়ার কথা জানিয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার
আলাবামার নদীতে শিকার হওয়ার হাত থেকে বাঁচতে কুমিরটি বেশ কয়েক ঘণ্টা লড়াই করে। শেষ পর্যন্ত ওই পরিবারের সদস্যদের হাতে তাকে আটক হতে হয়। এক পারিবারিক অনুষ্ঠানে কুমিরটি দিয়ে ভুরিভোজের আয়োজন করা হয়।
আকারের দিক দিয়ে আলাবামায় শিকার হওয়া কুমিরদের মধ্যে এটাই সবচেয়ে বৃহত্তম বলে নিউজ পোর্টালটি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এই রাজ্যেই এ প্রজাতির কুমিরগুলোর বসবাস।