আবারও গণধর্ষণের মতো ন্যাঙ্করজনক ঘটনা ঘটল ভারতের দিল্লিতে। শহরের এক পাঁচতারকা হোটেলে দুই বখাটে যুবক ধর্ষণ করলো এক নার্সকে। পরে ভুক্তভোগী নারী ধর্ষণের অভিযোগ এনে তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
ঘটনাটি ঘটে গত ১৫ আগস্ট সন্ধ্যার কিছু পরে। শহরের ওবিরয় হোটেলে দুই বখাটে যুবক ২৭ বছর বয়সী এক নার্সকে জোরপূর্বক যৌনমিলনে বাধ্য করে। ওই নার্স একটি বেসরকারি হাসপাতালে কাজ করেন। এই সঙ্গে হোটেলটিতে অবস্থানরত হার্টের রোগী এক নারীকে দেখাশোনা করেন। সেদিন অভিযুক্ত দুই যুবক হোটেলে ওই নারীকে দেখতে আসেন। এক পর্যায়ে তারা তাকে আলাদা রুমে ডেকে নিয়ে গণধর্ষণ করে। কাউকে এ বিষয়ে কিছু বললে তার চাকরি চলে যাবে বলে ভয় দেখায় দুর্বৃত্তরা। ফলে নিরীহ ওই নার্স প্রথমদিনের পর ঘটনাটি চেপে যান।
তিন দিন বাদে গতকাল সোমবারও একই কাজ করতে উদ্ধত হয় ওই দুই যুবক। এরপর হোটেল থেকে বেরিয়ে স্বামীকে সব ঘটনা বলে দেন তিনি।
পুলিশ ওই দুই যুবককে শনাক্ত করে গ্রেফতার করেছে। তাদের নাম নীরাজ(২৫), রাজন (২৩)।