কেনেথ ডগলাস। বয়স ৬০। পেশায় মর্গ অ্যাটেনডেন্ট। ১৯৭৬ সাল থেকে ১৯৯২ পর্যন্ত টানা আঠারো বছর মর্গের মোট ১০০টি নারীর মৃতদেহের সঙ্গে সহবাস করেছেন তিনি। নিজেই আদালতে দাঁড়িয়ে এ অপরাধের কথা স্বীকার করেছেন কেনেথ।
১৬ আগস্ট শুক্রবার ওহিও'র একটি আদালতে নিজের অপরাধ স্বীকার করে কেনেথ জানিয়েছেন মদ ও ড্রাগসের নেশায় বুঁদ হয়ে তিনি এই কাজ করতেন। তার স্বীকারোক্তি শুনে স্তম্ভিত আদালতের উপস্থিত সবাই।
কেনেথের স্ত্রী জানিয়েছেন, তার স্বামীর এই কুকীর্তির কথা বহুবার মর্গ কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু তার কোনও কথাতেই কান দেননি মর্গ কর্তৃপক্ষ।