গতকাল ছিল বিশ্ব ফোটোগ্রাফি দিবস। সেই সুযোগে একটা প্রশ্ন করা যাক। জানেন কি বিশ্বের প্রথম ‘সেলফি’ কে তুলেছিলেন? সংবাদসংস্থা জানাচ্ছে, ১৮৩৯ সালে তোলা এক নবীন রসায়নবিদ রবার্ট কর্নেলিয়াসের তোলা একটি ছবিই বি [বাঁ দিকের] শ্বের প্রথম সেলফি। ১৭৫ বছর আগের এই ছবিটি সোশ্যাল সাইটগুলোতে ঝড় তুলেছে।
সে সময়ের জনপ্রিয়তম ছবি তোলার পদ্ধতি ‘ড্যাগুয়েরোটাইপ’ পদ্ধতিতে তোলা হয়েছিল ছবিটি। রবার্ট তার ক্যামেরাটি দোকানের পিছনের দিকে বসান। তারপর লেন্সের ক্যাপটি সরিয়ে এক মিনিটের জন্য ‘পোজ’ দিয়ে দাঁড়ান। ছবি তোলার পর লেন্সটি ফের ঢেকে দেন। কর্নেলিয়াস নিজে একেই বিশ্বের প্রথম আলো ব্যবহার করে তোলা ছবি বলে জানিয়েছেন।
এর বছর চারেক বাদে ফের একটি সেলফি তোলেন রবার্ট। তবে গবেষণাগারে ‘বিকার’ নিয়ে ঘাটাঘাটির সময় তোলা ছবিটিতে তার মুখ স্পষ্ট বোঝা যাচ্ছে না।