বিগ বস-এর ঘরে উপেন প্যাটেলের সঙ্গে কারিশমা তন্নার সম্পর্ক নিয়ে বেশ মুচমুচে খবর ছড়িয়েছিল। উপেনের সঙ্গে কারিশমার চুম্বন, আলিঙ্গন চায়ের টেবিলে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিছুদিন আগেই খবর রটেছিল, বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ ঘটেছে কারিশমার্। কিন্তু আলোচনার শেষ এখানেই নয়।
এবার ইউটিউবে কারিশমার বডি ম্যাসেজের একটি ভিডিও আপলোড করা হয়েছে। শরীরের উর্দ্ধাঙ্গ অনাবৃত রেখে তার ম্যাসেজ নেওয়ার ওই ভিডিও ইতোমধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
ভিডিও দেখতে ক্লিক করুন: https://www.youtube.com/watch?v=UfGO3p4bNlQ
বিডি-প্রতিদিনি/২০ জানুয়ারি ২০১৫/রাসেল/আহমেদ