মাথায় বল নিয়ে ১২০০ মাইল দৌড়! অবিশ্বাস্য হলেও কথাটি সত্যি। কয়েক বছরজুড়ে চলা হিংসা, মারামারি, খুনোখুনির প্রতিবাদে আন্দোলনে নেমে ছিলেন মেক্সিকোর বাসিন্দা হুয়ান মারকুয়েজ নিয়েতো। কিন্তু সেভাবে সাড়া পাচ্ছিলেন না তিনি। আর তাই আন্দোলনের অস্ত্র হিসাবে তুলে নিলেন দেশের সবচেয়ে জনপ্রিয় ফুটবলকে।
তিনি মাথায় করে ফুটবল নিয়ে ঘোরার সিদ্ধান্ত নিলেন। উদ্দেশ্য একটাই দেশে শান্তির ডাক সবার কাছে পৌঁছে দেওয়া। ২০১৪ সালের ২৩ নভেম্বর শুরু হয় ফুটবল মাথায় নিয়ে মেক্সিকোর দক্ষিণ পশ্চিম উপকূল প্রান্ত থেকে অভিযান শুরু করেন তিনি।
এরপর দেশের সব গুরুত্বপূর্ণ অংশে ঘুরে দেশের রাজধানী মেক্সিকো সিটিতে এসে পড়েন হুয়ান। ততক্ষণে বল মাথায় নিয়ে হেঁটে তার ১২৪৩ মাইল ঘোরা হয়ে গিয়েছে। হুয়ানের ৫৭ দিনের এই বল মাথায় অভিযান নিয়ে সাড়া পড়েছে বিশ্বজুড়ে।
বিডি-প্রতিদিন/২১ জানুয়ারি, ২০১৫/মাহবুব