বন্দুক নিয়ে খেলতে গিয়ে পাঁচ বছরের এক শিশু গুলি করে মেরে ফেলল তার নয় মাস বয়সের ভাইকে। অতন্ত দুঃখজনক ঘটনাটি ঘটেছে গত সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরিতে। মিডিয়া সূত্রে খবর, বিছানায় পড়ে থাকা একটি বন্দুক নিয়ে পাঁচ বছরের বালকটি নাড়াচাড়া করার সময়ই সেটা থেকে গুলি বেরিয়ে তার ভাইয়ের শরীরে লাগে।
সিএনএন -এর খবর অনুযায়ী এক নারী পুলিশকে ফোন করে জানান তার পাঁচ বছরের ছেলে পেইনবল বন্দুক দিয়ে নিজের ভাইকে গুলি করে ফেলেছে।
কিন্তু মিসৌরির শেরিফ ড্যারেন হোয়াইট জানিয়েছেন বন্দুকটি মোটেও পেইনবল নয় বরং .২২ ক্যালিবর ম্যাগনাম রিভলবার।
পুলিস সূত্রে খবর, বন্দুকটি শিশু দু'জনের মায়ের নয়, তাদের এক আত্মীয়র। বন্দুকটির মালিকানা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।
বিডি-প্রতিদিন/২২ জানুয়ারি ২০১৫/রাসেল/ আহমেদ