সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহর মৃত্যুর পর অনলাইনে 'উৎসব' করলেন ইসলামিক জঙ্গি ও তাদের সমর্থকরা। শুক্রবার সামাজিক মাধ্যম জুড়ে আবদুল্লাহর মৃত্যুতে আনন্দের বার্তা আদান-প্রদান করতে দেখা গেছে তাদের।
অনেকেই আবদুল্লাহকে আমেরিকার 'চাকর' বলে অভিহিত করেছেন। পশ্চিমা দেশগুলোর সঙ্গে ষড়যন্ত্র করে তিনি মুসলিমদের খুন করতেন বলেও অভিযোগ করেছেন কেউ কেউ।
এক দশক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ শুরু করেছিলেন আবদুল্লাহ। বহু জঙ্গিদের তিনি জেলে পাঠিয়েছিলেন। মৃত্যুদণ্ড হয়েছিল অনেকের।
টুইটারে এক জঙ্গি লিখেছেন, 'দুটি পবিত্র মসজিদের চোরের আজ মৃত্যু হয়েছে।' অপর একজন টুইট করেছেন, 'আমেরিকার চাকর হয়ে বেঁচে ছিলেন তিনি, মারাও গেলেন আমেরিকার চাকর হয়েই।'
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শুক্রবার ভোরে ৯০ বছর বয়সে মারা যান বাদশাহ আবদুল্লাহ। তার পর সৌদি সিংহাসনের মুকুট পরেছেন আবদুল্লাহর উত্তরাধিকারী সালমান। রাজার পদে বসেই সালমান আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সৌদি রাজপরিবারের সঙ্গে ইসলামিক জঙ্গি গোষ্ঠীর বিরোধীতা বহুদিনের।
বিডি-প্রতিদিন/২৪ জানুয়ারি ২০১৫/রাসেল/আহমেদ