দু'শো বছরের পুরানো এক বৌদ্ধ সন্ন্যাসীর মমির খোঁজ মিলল মঙ্গোলিয়ায়। অবাক করার বিষয়- এই বৌদ্ধ সন্ন্যাসী পদ্মাসনে বসে এখনও ধ্যানমগ্ন অবস্থায় রয়েছেন।
অপরিচিত এই বৌদ্ধ সন্ন্যাসী দীর্ঘদিন ধরে ধ্যানমগ্নে ছিলেন। ধ্যানমগ্ন অবস্থায় তার মৃত্যু হয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এরকম ধ্যানমগ্ন অবস্থায় মমি হতে দেখা গিয়েছিল বুরিয়াত বৌদ্ধ লামা দাশি-দোরজহো ইতিজলভকে।
বিডি-প্রতিদিন/৩০ জানুয়ারি ২০১৫/ আহমেদ