দিল্লির বিধানসভা নির্বাচনের ভোটের আগের দিন দুশ্চিন্তামুক্ত থাকতে যোগব্যায়ামের ভরসা রেখেছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। গতকাল ভোটের দিন ঈশ্বরের নাম নিয়ে নিজে ভোট দিয়েছেন এবং দিল্লিবাসীর কাছে আশীর্বাদও চেয়েছেন। আশীর্বাদ নিয়ে নির্বাচনে জয়লাভের উজ্জল সম্ভাবনাও রয়েছে তার।
লক্ষণীয় বিষয় হলো, দিল্লির বিধানসভা নির্বাচনে কেজরিওয়াল নাকি 'ঈশ্বরের সমর্থন পেয়েছেন! এ বিষয়ে ‘ঈশ্বরের’ কাছ থেকে আশীর্বাদসূচক টুইটও নাকি পেয়েছেন তিনি। টাইমস অব ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে একথা জানায়। কেজরিওয়াল বরাবর পাঠানো টুইটার হ্যান্ডেল@thetweetofgod থেকে ২টি টুইটে লেখা হয়, ভারতে আমি তোমার নির্বাচন পর্যবেক্ষণ করছি।
ওই টু্ইটার অ্যাকাউন্ট থেকে আরো বলা হয়, “আমি কেজরিওয়ালের প্রচার করছি না, আমি শুধু তার ডাকনাম পছন্দ করি। এছাড়া আমার মতামতে কিছু যায় আসে না। ৩৩ কোটি ভগবানের মধ্যে আমি মাত্র একজন।”
বিডি-প্রতিদিন/ ৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ