আজকাল ভালবাসা দিবসে ১৬০ বর্ণের একখানা টেক্সট মেসেজ পাঠালেই প্রেমের ১৬ কলা পূর্ণ হয়ে যায়! আর ৪০ বছর ধরে স্ত্রীর জন্য প্রেমপত্র লিখে যাচ্ছেন আমেরিকার নিউ জার্সির বিল ব্রেসনেন! শুনতে অবাক লাগলেও ৭৪ বছর বয়সী ব্রেসনেন তার স্ত্রী ক্রিসটেনের জন্য ৪০ বছরে লিখেছেন প্রায় ১০ হাজারেরও বেশি প্রেমপত্র। পত্রে তিনি তাদের প্রথম দেখা হওয়ার পর থেকে কাটানো সময় অনুভূতিগুলোকে লিপিবদ্ধ করেছেন।
ব্রেসনেন তার লেখা ২৫ বক্স পত্রের বিষয় সম্পর্কে এবিসি নিউজকে বলেন, উদাহরণস্বরুপ আপনি ১৯৮২ সালের একটি দিনকে ধরতে পারেন, হয়তো সেদিন আমরা কোন রেস্টুরেন্টে খেতে গেছি অথবা কোন মুভি দেখেছি, সেক্ষেত্রে আমার পত্রে লিপিবদ্ধ থাকে আমাদের সেখানে যাওয়া এবং সেখানকার প্রতিক্রিয়া। এর মাধ্যমে এক ধরণের ব্যক্তিগত ডায়রিও লেখা হয়ে যায়।
কয়েক বছরের ব্যবধানে তাদের দুজনেরই ক্যান্সার ধরা পড়ে। তবুও ব্রেসনেন তার প্রেমপত্র লেখা বন্ধ করেননি। তবে ১৪ ফেব্রয়ারি ভালোবাসা দিবসে তাদের কোন বড় ধরনের পরিকল্পনা থাকে না এবং এটা অবাক হওয়ার মত কোন বিষয় নয় কারণ তাদের কাছে বছরের প্রতিটি দিনই ভালোবাসা দিবস।
তিনি বলেন, আমরা খুব সাদাসিধেভাবেই ভালোবাসা দিবস পালন করি। এদিন গহনা কেনা এবং অতিরিক্ত খরচ করার আকাঙ্ক্ষাকে আমাদের কাছে অর্থহীন বলে মনে হয়।
সূত্র: টাইম ম্যাগাজিন
বিডি-প্রতিদিন/ ১৫ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ