বাইসাইকেলের গতির কাছে হেরে গেল ফেরারি। সম্প্রতি ফ্রান্সে বাইসাইকেল বনাম ফেরারি রেসে এমন ঘটনাই ঘটেছে। শুধু তাই নয়, সাইকেলটির সর্বোচ্চ গতি রেকর্ড করা হয়েছে ৩৩১ কি.মি./ঘণ্টা।
আর্নল্ড নিয়ারচার নামের এক ব্যক্তি রকেটইঞ্জিন চালিত এই সাইকেলটি তৈরি করেছেন। এতে জ্বালানি হিসেবে হাইড্রোজেন পার অক্সাইড এবং কম্প্রেসড গ্যাস ব্যবহার করা হয়।
সাইকেলটি এক রেসে ফেরারি এফ৪৩০ স্কুডেরিয়াকে পরাজিত করেছে। ওই দিন মাত্র ৪ দশমিক ৩ সেকেন্ডে সাইকেলটি ৩৩১ কি.মি/ঘণ্টা গতি অর্জন করতে সক্ষম হয়। ফ্রান্সিস গিসি নামের এক ব্যক্তি ওই সময় সাইকেলটি চালান।
বিডি-প্রতিদিন/ ১৬ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ