বিমানের উড্ডয়ন বিলম্ব করে দিল বিচ্ছু। গত শনিবার রাতে লস এঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তৃপক্ষের থেকে ওড়ার নির্দেশের অপেক্ষা করছিল আলাস্কা এয়ারলাইন্সের ৫৬৭ নম্বর পোর্টল্যান্ডগামী বিমান। হঠাৎ বিমানের ভিতরে বসে থাকা এক নারী চিৎকার করে উঠলেন।
তার চিৎকারে আতঙ্কিত হয়ে উঠল সকল যাত্রী। দৌঁড়ে এলেন বিমানকর্মীরা। এসে দেখেন ওই নারীর পায়ে কামড় বসিয়ে দিয়েছে একটি বৃশ্চিক বা কাঁকড়া বিছা। অতঃপর বিমানের উড্ডয়ন বন্ধ রেখে তাকে নিয়ে যাওয়া হল টার্মিনালের চিকিৎসাকেন্দ্রে।
সেখানে চিকিৎসার পর ওই নারী বিপদমুক্ত বলে জানান চিকিৎসকরা। তবে বিচ্ছুর কামড়ে বাতিল করতে হয় তার বিমান সফর। এদিকে ওই নারীর চিকিৎসার জন্য বিমানের রওনা দিতে খানিকটা দেরি হয়। সেই সময়ের মধ্যে বিচ্ছুটিকে খুঁজে মেরে ফেলেন বিমানকর্মীরা।
তবে বিমানে কীভাবে বিষাক্ত কাঁকড়া বিছা আসল তার সদুত্তর খুঁজে পায়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।
বিডি-প্রতিদিন/১৭ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ