একেই বলে 'রাখে আল্লাহ মারে কে'। একেবারে মৃত্যুর দ্বারে গিয়েও বেঁচে গেল এক যুবক। সুদূর আমেরিকা থেকে ২০ বছরের এক তরুণ বেঞ্জামিন ঘুরতে গিয়েছিল স্পেনে। সেখানে সে ষাঁড়ের সঙ্গে দৌড় বা 'বুল রানিং' দেখতে যায়। এতেই থেমে থাকেনি সে। সিদ্ধান্ত নেয় বুল ফাইটিংয়ে অংশ নেবে। সেই অনুযায়ী সে দৌড়ে ঢুকে পড়ে ষাঁড়দের উত্ত্যক্ত করে ছুটতে থাকে। তবে দৌড়নোর নিয়মকানুন তার সেভাবে জানা ছিল না। তাই হঠাৎই একটা ষাঁড় তার দিকে ছুটে আসে, পালাতে গিয়ে পড়ে যায় ওই যুবক।
নিজের বাগে পেয়ে উন্মক্ত ষাঁড় বারবার তাকে মাটিতে ফেলে সিং দিয়ে গুঁতোতে থাকে। ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে সে। একজন কোনোরকম তাকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে। অনেকেই ভেবেছিলেন যে এতে হয়তো ওই পর্যটক মারা গেছেন। কিন্তু সৌভাগ্যক্রমে সে তখনো বেঁচে ছিল। ততক্ষণাৎ হেলিকপ্টারের মাধ্যমে তাকে এক হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। সবাই হাল ছেড়ে দিলেও চিকিৎসকরা শেষ চেষ্টা চালিয়ে যান। প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে জটিল অপারেশেনর পর তার অবস্থা বিপদমুক্ত হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এভাবে আহত কোনো ব্যক্তিকে জীবনে বাঁচাতে পারা যাবে তারাও তা ভাবেননি। ওই যুবকের সঙ্গে আরো তিন বিদেশি পর্যটকও আহত হয়েছিলেন। তারাও সুস্থ আছেন।
উল্লেখ্য, গোটা বিশ্ব থেকে প্রায় ৪০ হাজার পর্যটক চার দিনের ওই বুল ফাইটিংয়ে অংশ নিয়েছিল।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ