বাগেরহাটে দেড়’শ ফুট উঁচু এক বৈদ্যুতিক টাওয়ার থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক দিন মজুর। তার নাম ইদ্রিস আলী হাওলাদার (৪৮)। আজ দুপুরে বাগেরহাট সদর উপজেলার বাজেয়াপ্ত সুন্দরঘোনা গ্রামের খানজাহানের (র.) বসত ভিটায় এ ঘটনা ঘটে। বাগেরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা ১১ টার দিকে দিন মজুর ইদ্রিস আলী হাওলাদার তার বাড়ির সামনে স্থাপিত পিডিবির ১ লাখ ৩২ কেবি ভোল্টের দেড়’শ ফুট উচুঁ ওই টাওয়ারে উঠে। এরপর স্থানীয় লোকজন ও স্বজনেরা দেখতে পেয়ে ছুটে এসে তাকে নিচে নেমে আসার জন্য অনুরোধ করেন। তারা ব্যর্থ হয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ারকর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘন্টা চেষ্টা করেও তাকে নামাতে পারেনি। পরে ইদ্রিস নিজেই বিদ্যুতের তারে কিছুক্ষণ ঝুলে থেকে লাফ দেয়। এতে তার একটি পা ও একটি হাত ভেঙ্গে যায়। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এসময় শত শত মানুষ ভিড় করেন।
বাগেরহাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা স্বপন কুমার ভক্ত বলেন, 'আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে দিনমজুর ইদ্রিস আলী হাওলাদারকে নিচে নামানোর অনেক চেষ্টা করি। পরে সে নিজেই লাফ দিয়ে নিচে পড়ে যায়। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বাগেরহাট হাসপাতালে ভর্তি করি।’
ইদ্রিস আলী মানসিক অশান্তিতে ভুগছে বলে তার পরিবার জানায়। এর আগেও একবার সে আত্মহত্যার চেষ্টা চালিয়ে ছিল বলে পরিবারের সদস্যরা জানান।
বিডি-প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ