ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম লেখা দশ লাখ রুপির স্যুট নিলামে উঠল ৫১ লাখ রুপিতে। বুধবার মোদির নিজের রাজ্য গুজরাটের সুরাটে মোদির সেই বহুচর্চিত ১০ লাখ রুপি মূল্যের স্যুটটিকে নিলামে তোলা হয়। রাজুভাই আগরওয়াল নামে একটি ব্যক্তি সেই স্যুটের দাম দেয় ৫১ লাখ রুপি।
সুরাটের সায়েন্স সেন্টারে স্যুটের পাশাপাশি উপহার হিসেবে পাওয়া মোদির আরও ৪৫৪টি জিনিসেরও নিলাম হয়। আগামী তিনদিন ধরে অর্থাৎ শুক্রবার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই নিলাম। নিলাম থেকে সংগৃহীত অর্থ ব্যবহৃত হবে মোদির স্বচ্ছ ভারত অভিযানে।
প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের সময় মোদি একটি স্যুট পরেন। পুরো স্যুটেই সামনের দিকে উপর থেকে নিচ পর্যন্ত সোনার অক্ষরে লেখা ছিল ‘নরেন্দ্র দামোদরদাস মোদি’। আমেদাবাদের সংস্থা ‘জেড বু’-এর নির্মিত মোদির গায়ে সেই দামী পোশাক কারো নজর এড়ায়নি। ভারতের মতো একটি রাষ্ট্রের প্রধান হিসেবে এই স্যুট পড়ার পরই দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। দেশ বিদেশের পত্র-পত্রিকাতেও লেখা হয়।
বিরোধী দলগুলিও মোদির সেই পোশাক নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি। এমনকি আক্রমণ করতে ছাড়েননি কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধীও। এটি যুক্তরাজ্য থেকে বানিয়ে আনা হয়েছিল বলেও জানান রাহুল। এরপর মন্ত্রিসভার কয়েকজন সদস্য মোদিকে এই ধরনের পরামর্শ দেন। সম্ভবত বিরোধীদের সেই সমালোচনার জবাব দিতেই নিলামে তোলা হল মোদির স্যুট।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা