টাঙ্গাইলের মির্জাপুরে বার বার কু-প্রস্তাব দেয়ায় ক্ষিপ্ত হয়ে এক যুবতী ব্লেড দিয়ে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছে। ওই যুবকের নাম মাসুদ রানা (২৫)। মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতরাতে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
জানা গেছে, মাসুদ দীর্ঘদিন ধরে ওই উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া গ্রামে বসবাসরত গাইবান্ধা জেলার এক যুবতীকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। মঙ্গলবার রাতে যুবতী কৌশলে মাসুদ রানাকে সোহাগপাড়া নিরিবিলি হোটেলে আসতে বলে। কথামত মাসুদ ওই হোটেলে আসে। পরে মাসুদ ও যুবতী ওই হোটেলে খাওয়া-দাওয়া শেষে একটি বাড়িতে যায়। সেখানে যুবতীর সঙ্গে মাসুদ শারীরিক সম্পর্ক করার চেষ্টা করলে যুবতী ক্ষিপ্ত হয়ে কৌশলে ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেয়। পরে এলাকাবাসী মাসুদকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতারে ভর্তি করে।
এ ব্যাপার কুমুদিনী হাসপাতালে সার্জারী বিভাগের দায়িত্বরত ডাক্তার মোস্তাকিম বলেন, পুরষাঙ্গ ব্লেড জাতীয় ধারালো কিছু দিয়ে কাটা হয়েছে। তবে অপারেশনের পর তার অবস্থা শঙ্কামুক্ত বলে তিনি জানিয়েছেন। মাসুদের বাড়ি জামালপুর জেলা সদরের নারায়ণপুর গ্রামে। সে মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় অবস্থিত নাসির গ্লাস ফ্যাক্টরিতে স্টোরকিপার পদে কর্মরত বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৮ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ