বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে আজ বুধবার অভিষেক হয়েছে আফগানিস্তানের। অভিনন্দনটা তাদের প্রাপ্যই। তাই বলে ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই যদি কেউ সেই ম্যাচে বিজয় লাভের শুভেচ্ছা জানায়, তাহলে বিষয়টা কী দাঁড়ায়! তা নিছক হাস্যকরই হয়ে যায়। এই হাস্যকর ঘটনাটাই ঘটিয়েছে আফগানিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস।
বুধবার ম্যাচ শুরু হতে না হতেই তারা তাদের টুইটার পেজে লিখেছে, 'ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে বিজয়ের জন্য আফগানিস্তানকে অভিনন্দন!' অথচ তখন সবেমাত্র ৭ ওভার ব্যাটিং করেছে বাংলাদেশ। কাবুলে অবস্থিত আমেরিকান দূতাবাসের কর্মকর্তারা যে ক্রিকেটের 'ক'ও বোঝেন না তা আর বুঝতে বাকি থাকে না। অবশ্য মজার এই টুইট দেখে অনেকে বিদ্রুত করে মন্তব্যও করেছেন।
একজন লিখেছেন, 'বুঝেছি, তাহলে আফগান জনগনকে খুশি করতে ম্যাচটি ফিক্সিং করেছে আমেরিকা।' আরেকজন লিখেছেন, 'অস্ট্রেলিয়ায় এতো কড়াকড়ির পরও ম্যাচ ফিক্সিং হচ্ছে। তা না হলে, আফগানিস্তান জিতবে তা কিভাবে জানতে পারলেন আপনারা।' ঘণ্টা খানেক পরে, টুইটটি প্রত্যাহার করে নেওয়া হয়।
আরেকটি টুইটে মার্কিন দূতাবাস লিখেছে, 'আগের পোস্টটি অসময়ে করা হয়েছিল। তবে আমরা আফগানদের উত্সাহ দিয়ে যাবো!' ম্যাচে কাল আফগানরা বাংলাদেশের কাছে উড়ে গেছে ১০৫ রানের বিশাল ব্যবধানে হেরে।
বিডি-প্রতিদিন/১৮ ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব