৭০ লাখ রুপির বাড়ি। ২০০ গজ জমি। কয়েক কোটি টাকার ব্যাঙ্ক ব্যালেন্স। এই সবকিছুর মালিক হবে চুনমুন। অবশ্য এসব নিয়ে কোন হেলদোল নেই চুনমুনের! দুবেলা আপেল,কমলালেবু,আঙুর পেলেই খুশি চনমনে। চুনমুন।
উত্তরপ্রদেশের রায় বারেলির কোটিপতি দম্পতির একমাত্র সন্তান। কোটি টাকার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। যদি রায়বারেলিতে গিয়ে দেখেন মুক্তোর মালা পরে বসে আছে একটি বাঁদর, আশ্চর্য হবেন না।
জন্মের পরই মারা যায় চুনমুনের জন্মদাত্রী মা।
মা হারা শিশুটিকে বুকে টেনে নেন নিঃসন্তান সবিস্তা ব্রজেশ। এরপর সন্তান স্নেহে মানুষ করেন চুনমুনকে। সবিস্তা জানান, চুনমুনের নামে একটি ট্রাস্ট তৈরি করবেন তাঁরা।
কোটিপতির একমাত্র ছেলে বলে কথা! তিন তিনটে শীতাতপ নিয়ন্ত্রিত ঘর রয়েছে চুনমুনের নামে। ঘরে রয়েছে সুন্দরী স্ত্রীও।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি, ২০১৫/ নাবিল