‘ফিলাইন ওয়ান’ নামের আধুনিক প্রযুক্তির এক মোটরসাইকেল তৈরি করেছে সুইজারল্যান্ডভিত্তিক বাইক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিলাইন মোটরসাইকেল। উচ্চক্ষমতা সম্পন্ন এই মোটরসাইকেলটির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ আশি হাজার ডলার। বাংলাদেশি টাকায় যা ২ কোটি ১৮ লাখ চল্লিশ হাজার টাকা।
তিন সিলিন্ডার ইঞ্জিনের ৮০১ সিসি আর মাত্র ১৫৫ কেজি ওজনের এই মোটরসাইকেলটি তৈরিতে মূলবান ম্যাটেরিয়াল কার্বন, টাইটানিয়াম, অ্যালুমিনিয়াম ও চামড়া ব্যবহার করা হয়েছে। যার ডিজাইন করেছেন বিখ্যাত ডিজাইনার ইয়াকুবা। আগামী ২০১৬ সালের শুরুতে ‘ফিলাইন ওয়ান’ বাজারে আসার কথা রয়েছে।
এ বিষয়ে ডিজাইনার ইয়াকুবা বলেন, এটি শুধু মোটরসাইকেলই নয়, আভিজাত্য ও অধুনিকতার সংমিশ্রণও। বিশেষ শ্রেণির ক্রেতার বিষয় মাথায় রেখেই ‘ফিলাইন ওয়ান’ তৈরি করা হয়েছে।
গত দশ বছর ধরে বিশ্বের সেরা মেশিনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে এটি তৈরি করেছি বলেও জানান ইকুয়াবা।
বিডি-প্রতিদিন/১৯ জানুয়ারি, ২০১৫/মাহবুব