বরিশাল নগরী ও জেলায় ভিক্ষুকের তালিকা করেছে জেলা প্রশাসন। তালিকা অনুযায়ী জেলা ও নগরীতে ভিক্ষুকের সংখ্যা ৩ হাজার ৬২৯ জন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকাশ চন্দ্র বিশ্বাস এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জেলা প্রশাসকের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে ভিক্ষুকের তালিকা করা হয়েছে। তালিকা অনুযায়ী, ভিক্ষুকদের ভিজিএফ ও ভিজিডিসহ দারিদ্র মোচনে সরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় আনা হবে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, তালিকা অনুযায়ী সর্বাধিক ১, ১৭৭ জন ভিক্ষুক রয়েছে উজিরপুর উপজেলায়। সবচেয়ে কম ভিক্ষুক আগৈলঝাড়ায় ৫৬ জন। বাকি উপজেলাগুলোর মধ্যে সদরে ৫৯৭ জন, গৌরনদীতে ৩৪৫ জন, মুলাদীতে ৩৪৬ জন, বাকেরগঞ্জে ২৯৩ জন, হিজলায় ৩৫৭ জন, বানারীপাড়ায় ১০৯ জন, বাবুগঞ্জে ২৫৫ জন এবং মেহেন্দিগঞ্জে ৯৪ জন ভিক্ষুক।
বিডি-প্রতিদিন/২০ ফেব্রুয়ারি ২০১৫/শরীফ