২ হাজার ৭১১ টি কুকুরকে পেছনে ফেলে সেরা কুকুরের খেতাব জিতে নিয়েছে 'মিস পি' নামের ছোটখাটো আকৃতির একটি কুকুর। নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
মিস পি'র বয়স এখন চার। তবে আকারে ছোট। দেখতেও বেশ আদুরে। আর এজন্য আমেরিকানরা তাকেই ভোটে এগিয়ে রাখেন। কারণ বেশি বড় কুকুর বাড়ি পাহারায় কাজে আসলেও তাদেরকে সবসময় কোলে নিয়ে ঘোরা সম্ভব না।
২০০৮ সালে 'মিস পি'- এরই এক আত্মীয় 'উনো' এই খেতাব জিতেছিল। যদিও পি এই খেতাবের মূল্য খুব একটা বুঝছে বলে মনে হয় না। এই খেতাব পাওয়ায় তার ভাগ্যে কোন নগদ অর্থও জুটছে না। তবে বংশবৃদ্ধি করার বিশেষ সুযোগটি পাবে পি।
বিডি-প্রতিদিন/২১ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ