প্রশ্নটা এমার নিজেরই। ঠিক প্রশ্ন নয়- বিশ্বাস। এমার বিশ্বাস নিয়মিত কাঁচা ডিম খেয়েই তিনি আজ শতবর্ষী।
ইতালির বেরবানিয়ার বাসিন্দা এমা মোরানোর বয়স এখন ১১৫ । বয়সকে হার মানিয়ে তিনিই এই মুহূর্তে ইতালি তথা ইউরোপের সবচেয়ে বয়ষ্ক ব্যক্তি। সারা বিশ্বে বয়সের নিরিখে এই মুহূর্তে তার স্থান পঞ্চম।
রক্তাল্পতার হাত থেকে বাঁচতে বয়:সন্ধির সময় থেকেই এক ডাক্তারের পরামর্শ মেনে দিনে তিনটি করে কাঁচা ডিম খাওয়া শুরু করেন এমা। এমার বিশ্বাস তাতেই নাকি মিলেছে আশ্চর্য ফল। নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্টে এমা জানিয়েছেন, ১৯৩৮ সালে তার শিশু পুত্রের মৃত্যুর পর আর স্বামীর সঙ্গে থাকেননি। কারও বশে থাকার আর ইচ্ছা হয়নি তার। এমার দাবি, বহুদিন আগে স্বামীর সঙ্গ ত্যাগ করাও নাকি তার দীর্ঘজীবনের অন্যতম বড় কারণ।
গত ২৫ বছর ধরে তার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করে চলা কার্লো বাভা জানিয়েছেন, এত দীর্ঘ জীবনে মাত্র হাতে গোনা কয়েকবার অসুস্থ হয়েছেন এমা। তাকে কখনও হাসপাতালের চৌকাঠ মাড়াতে হয়নি। টুকটাক শারীরিক সমস্যা বাড়িতেই সমাধান হয়ে যেত। এই মুহূর্তেও এমার সার্বিক স্বাস্থ্য ভালোই আছে বলে জানালেন কার্লো।
বিডি-প্রতিদিন/২৩ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ