নেদারল্যান্ডসের একটি মিউজিয়ামে রাখা একটি বৌদ্ধমূর্তিকে ঘিরে তৈরি হয়েছে রহস্যের ধূম্রজাল। এটি পাওয়া গেছে মাটির তলায়। প্রায় হাজার বছরের প্রাচীন ধাতব বৌদ্ধ মূর্তিটির সিটিস্ক্যান করতেই চমকে ওঠেন প্রত্নতত্ববিদরা। কারণ মূর্তির ভিতরে রয়েছে একটি বৌদ্ধ সন্ন্যাসীর মমি।
স্ক্যানে স্পষ্ট বোঝা যাচ্ছে, ওই সন্ন্যাসীর ধ্যানমগ্ন অবস্থাতেই সমাধি হয়। তারপর সন্ন্যাসীর দেহের উপরেই বিভিন্ন ধাতু দিয়ে মূর্তি তৈরি করা হয়।
বৌদ্ধ মূর্তিটি নেদারল্যান্ডসের একটি মিউজিয়ামে ছিল। মূর্তিটির ভিতর কিছু একটা রয়েছে এমন কৌতুহল থেকেই মূলত নেদারল্যান্ডসের অ্যামার্সফুর্ট মেডিক্যাল সেন্টারে সিটি স্ক্যান করা হয়। স্ক্যানে দেখা যায়, হাজার বছরের প্রাচীন মূর্তিটির ভেতর রয়েছে এক ধ্যানমগ্ন সন্ন্যাসী।
বৌদ্ধ ধর্মের ইতিহাসবিদরা জানাচ্ছেন, মূর্তির মধ্যে পাওয়া সমাধিস্থ বৌদ্ধ সন্ন্যাসীর নাম লিউকুয়ান। চীনের একটি মেডিটেশন স্কুলের শিক্ষক ছিলেন। তার মৃত্যু হয়েছিল ১১০০ খ্রিস্টাব্দে।
বিডি-প্রতিদিন/ ২৪ ফেব্রুয়ারি, ২০১৫/ রশিদা