জাপানের দক্ষিণাঞ্চলীয় শহর কিতায়ুশুর এক বাসিন্দা বিড়ালের মর্যাদা প্রতিষ্ঠায় লড়াই করে চলেছেন। মাসাহিকো সুগা নামে ওই ব্যক্তি চান, মানুষ যেন পোষা কুকরের মত পোষা বিড়াল নিয়েও হাটতে বের হয়।
এজন্য মানুষকে উৎসাহিত করতে সুগা তার পোষা নয়টি বিড়ালকে প্রামে চড়িয়ে সারা শহর ঘুরে বেড়ান। ৫৩ বছর বয়সী সুগার আশা, একসময় পোষা কুকুরের মত সমাজে পোষা বিড়ালও সমান মর্যাদা পাবে।
জাপানের আসাহি শিম-বুন পত্রিকাকে তিনি বলেন, আমি চাই মানুষ যেন আমাকে দেখে শিখতে পারে কিভাবে পোষা বিড়ালদের সাথে ঘনিষ্ঠ হতে হয়। পথচারীরা যখন আমার বিড়ালদের গায়ে হাত বুলিয়ে আনন্দ পায়, তখন আমার খুব ভাল লাগে।
তিনি শুধু তার বিড়ালদের নিয়ে নিজের শহরেই বেড়ান না। তার ক্যাম্পার ভ্যানে করে তাদের তিনি রাজধানী টোকিওতেও নিয়ে গেছেন।
অবসরপ্রাপ্ত এই ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার বলেন, বিড়ালকে বাইরে ঘুরতে নেওয়ার কিছু সুবিধাও আছে। ঘরে বসে আসবাব আঁচড়ে নষ্ট কম করবে তারা।
বিডি-প্রতিদিন/ ২৭ ফেব্রুয়ারি ২০১৫/ এস আহমেদ