বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। সেই চীনারা বিয়ের জন্য কনে খুঁজছে শুনে নিশ্চয় হবাক হলেন! আসলে চীনে আলোচিত 'এক-সন্তান' নীতির কারণে নারীদের তুলনায় পুরুষের সংখ্যা বেড়ে গেছে। এ কারণে পুরুষেরা বিয়ের জন্য কনে খুঁজে পাচ্ছে না।
সম্প্রতি বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে জানানো হয়, চীনে নারী-পুরুষের আনুপাতিক ব্যবধান বেড়ে যাওয়ায় সেখানকার প্রায় সাড়ে তিন কোটি পুরুষকে বিদেশে কনে খুঁজে বিয়ে করতে হতে পারে।
২০১৩ সালের হিসাব অনুযায়ী, চীনে পুরুষের সংখ্যা ৬৯৭ দশমিক ২ মিলিয়ন। নারীর সংখ্যা ৬৬৩ দশমিক ৪ মিলিয়ন। অর্থাৎ, নারীর চেয়ে পুরুষের সংখ্যা ৩৩ দশমিক ৮ মিলিয়ন বেশি।
চীনের জনসংখ্যা নিয়ন্ত্রণে তিন দশকেরও বেশি সময় আগে এক সন্তাননীতি চালু করা হয়। এই নীতির প্রভাবে সেখানকার সমাজে ছেলে সন্তানের চাহিদা বেড়ে যায়। এখন চীনকে ওই নীতির নেতিবাচক ফল গুনতে হচ্ছে।
বিডি-প্রতিদিন/২৮, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব