দক্ষিণ আফ্রিকার এক ঘুমন্ত মায়ের কোল থেকে ৩ দিনে এক মেয়ে শিশুকে চুরি করে হয়ে গিয়েছিল ১৯৯৭ সালে। দীর্ঘ ১৭ বছর পর সেই শিশুকে খুঁজে পেয়েছেন তার মা। আর ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৫০ বছরের এক নারীকে আটক করেছে পুলিশ।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি শুক্রবার স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।
বিবিসি জানায়, চলতি বছরের জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকার এক স্কুলে ভর্তি হয়েছিল চুরি যাওয়া মেয়ে জেফানি। ওই স্কুলে আগে থেকেই পড়ত তার নিজের বোন কাসিডি। প্রথম সাক্ষাতেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তবে বন্ধুত্বের চেয়ে দুজনের চেহারায় অপূর্ব মিল নিয়েই স্কুলে বেশি আলোচনা হত। তাকে এক নজর দেখার জন্য পাগল হয়ে ওঠেন মা সিলেস্তে নার্স। বান্ধবী জেফানিকে একদিন নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যায় তার বোন। মেয়েকে দেখেই চিনতে পারেন তার মা। তিনি মেয়েকে কফি খেতে দেন। জেফানি যখন কফি খাচ্ছিল তখনই পুলিশের সঙ্গে যোগাযোগ করেন তার প্রকৃত বাবা-মা। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে এ বিষয়ে নিশ্চিত হন বাবা মর্নে এবং সিলেস্তে নার্স।
উল্লেখ্য, ১৯৯৭ সালের এপ্রিল মাসে দেশটির গ্রুতে স্কুর নামক হাসপাতাল থেকে সেলেস্তে এবং মর্নে নার্স দম্পতির প্রথম সন্তান জেফানিকে চুরি করেন তাদেরই এক আত্মীয়া। সন্তান শোক ভুলতে না পেরে প্রতি বছর ২৮ এপ্রিল তারা হারানো মেয়ের জন্মদিন পালন করতেন। আশা ছিল একদিন না একদিন হারানো মেয়েকে তারা ঠিক খুঁজে বের করবেন।
বিডি-প্রতিদিন/২৮, ফেব্রুয়ারি, ২০১৫/মাহবুব