খুনের অভিযোগে এক ভারতীয় এবং মাদক পাচারের এক পাকিস্তানিকে শিরশ্ছেদ করল সৌদি আরব। এরা হলেন: বিজয় কুমার এবং হাফিস ওয়াইফাক।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছে, ইয়েমেনের এক নাগরিকের সংস্থায় কাজ করতেন বিজয় কুমার সেলিম। কাজ নিয়েই দু'জনের মধ্যে বাক-বিতণ্ডা হয়। এর জেরে বিজয় কুমার ইয়েমেনের ওই নাগরিকের মাথায় কুঠার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে। আর হাফিস ওয়াইফাক হেরোইন পাচারের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ। হাফিস এই অভিযোগের সত্যতা স্বীকার করেছে বলেও মন্ত্রণালয়ের দাবি। তাই এই দু'জনকেই মৃত্যুদণ্ডের সাজা দেয় সৌদি আরব সরকার।
এদিকে, শিরশ্ছেদের সাজাপ্রাপ্তরা সকলেই প্রকৃত দোষী কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছে লন্ডনের গোয়েন্দারা। তারা জানান, অনেক সময়ই নির্দোষ ব্যক্তিদের ওপর শারীরিক অত্যাচার করে তাদের দোষের কথা স্বীকার করানো হয়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে সৌদি আরব।
বিডি-প্রতিদিন/ ০১ মার্চ, ২০১৫/ রশিদা