দোকানে চুরি করাই তার পেশা, ধর্ম এবং বেঁচে থাকার রসদ। এ যাবত দোকানে দোকানে চুরি করে ২০ লক্ষ পাউন্ড রোজগার করেছেন তিনি। ৫৪ বছর বয়সে পৌঁছে নিজের কৃতিত্বে গর্বিত ব্রিটিশ নাগরিক কিম ফ্যারি। ভবিষ্যত্ প্রজন্মকেও তাই এই পেশায় আনতে চান তিনি।
মাত্র ৯ বছর বয়সে দোকানের মাল সরানোয় হাতেখড়ি কিমের। তার যুক্তি, পরিবারকে সচ্ছল দেখতেই এই রাস্তায় হাঁটা আরম্ভ করেন। বর্তমানে চুরির সুবাদে মাসে ৫৫৬ পাউন্ড আয় করেন ৬ সন্তানের এই জননী। তিনি চান, সন্তানরাও তারই পথে হেঁটে বৈভবের জীবন যাপন করে। তাই ইতিমধ্যে তাদের তিন জনকে নিজের হাতে তালিমও দিতে শুরু করেছেন।
তবে এবার কিমের সুবুদ্ধির উদয় হয়েছে। আর এ কারণে তিনি জানিয়েছেন, ভালো কোনো চাকরি পেলে এবার চুরি করা ছেড়ে দেবেন। নিশ্চিত ভবিষ্যতের জন্য প্রয়োজনে অনিচ্ছা সত্বেও পেশা বদল করতে রাজি তিনি।
বিডি-প্রতিদিন/০১ মার্চ, ২০১৫/মাহবুব