গন্ধ শুঁকে ক্যান্সার নির্ণয় করতে পারে এমন কুকুরের পরীক্ষামূলক ব্যাবহারের অনুমোদন দিয়েছেন ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস। বিশেষ এই কুকুরকে বলা হচ্ছে মেডিকেল ডিটেকশন ডগ বা রোগ নির্নয়ক কুকুর।
কুকুর দিয়ে ক্যান্সার শনাক্তের উদ্দেশ্যে পরিচালিত প্রথম জরিপে দেখা গেছে, বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া কুকুর মূত্রের গন্ধ শুঁকে শতকরা ৯৩ ভাগ ক্ষেত্রে প্রস্টেট ক্যান্সার সঠিকভাবে শনাক্ত করতে পারে।
মানুষের শরীর যেহেতু মূত্রের মাধ্যমে বর্জ্য বের করে দেয়ার চেষ্টা করে ফলে ক্যান্সার আক্রান্ত কোষ থেকেও অনেক মৃত কোষ মূত্রে চলে আসে। ধারণা করা হচ্ছে, মূত্র থেকে সেসব ক্যান্সার কোষকে গন্ধ শুঁকে নির্ণয় করে কুকুর।
বিডি-প্রতিদিন/৯ আগস্ট ২০১৫/শরীফ