হাঁটা শিখতেই ৫ বছর লেগে যায় গীতা রামেশভী নন্দনা নামক এক ভারতীয় মেয়ে শিশুর। গীতা রামেশভী নন্দনা(৫) এবং আমিশা(৩) নামের দুই শিশু অতিরিক্ত মেদের কারণে হাঁটতে পারত না। অবশেষে তাদের পিতা ডাক্তারের পরামর্শ নিয়ে খাদ্যাভাসের পরিবর্তন এনে তিন মাসে প্রায় ২৮ কেজি ওজন কমান। এর ফলেই শিশু দুটি এখন হাঁটতে পারছে।
গীতা এবং আমিশা নামের এই দুই বোনের একটি ভাইও রয়েছে। তার ওজনও বৃদ্ধি পাচ্ছে। তাদের শরীরের মেদ কমাতে ডাক্তারের পরামর্শ নেন পিতা রামেশভী নন্দনা। ডাক্তার জানান, শিশু তিনটি প্রাডের উইলি নামক রোগে ভুগছে। যে কারণে তাদের অতিরিক্ত ক্ষুধা লাগে। ফলে তাদের অতিরিক্ত খাবারের চাহিদায় শরীরের ওজন মাত্রারিক্ত হারে বাড়ছে।
খবরে বলা হয়েছে, শিশু দুটির খাদ্য নিয়ন্ত্রণে প্রতিদিনের খাবার তালিকা থেকে ১৮ চাপাটি, ৩ পাউন্ড চাল, দুই বাটি জুস, পাঁচটি বিস্কুটের প্যাকেট, ১২টি কলা এবং এক লিটার দুধ কমানো ফলে ৬ কেজি ওজন কমেছে। এই মেদবহুল শিশুদের বাবা জানান, তাদের খাবার সংগ্রহে অনেক ব্যায় করতে হয়। তাদের মা দিনের অধিকাংশ সময়ই ব্যয় করেন এই শিশুদের খাবার তৈরি করতে। তবে তারা সন্তানদের খাদ্যাভাসের অনেক পরিবর্তন এনেছে। যার ফলে তাদের শরীরের ওজন কমছে এবং তারা হাঁটতে পারছে বলে জানান শিশুদের বাবা।
বিডি-প্রতিদিন/১০ অাগস্ট ২০১৫/শরীফ