ভারতের উত্তরপ্রদেশের শাহজাহানপুরে বোনের মাথা কেটে সেই মাথা নিয়ে নিরুদ্দেশ হয়েছে দুই ভাই। ঘটনার পর থেকে পুলিশ অনেক তল্লাশি চালিয়েও বোনের 'খুনি' দুই ভাইকে ধরতে পারেনি।
উত্তরপ্রদেশ পুলিশ জানায়, ফুল জাহান নামে বছর সতেরোর ওই তরুণী প্রেম করছেন জানতে পেরে, তাঁর দুই ভাই বোনের ধড়-মুণ্ড আলাদা করে দেয়। এর পর সেই কাটা মাথা নিয়েই গ্রামের প্রকাশ্য রাস্তায় তাদের দু-জনকে ঘুরতে দেখা যায়। পুলিশ খবর পেয়ে তাদের ধরার আগেই, গায়েব হয়ে যায় অভিযুক্তরা। অভিযুক্তদের নাম গুল হাসান (২৫) ও নানহে (২০)। পুলিশের দাবি, এই দু-জনেই ঘটনার পর বেপাত্তা।
সোমবার দুপুরে ফুল জাহানকে একটি ছেলের সঙ্গে গল্প করতে দেখে খেপে যায় তাঁর দুই ভাই। জানতে পারে, সেই ছেলেটিকে বিয়ে করতে চায় ফুল জাহান। রাস্তা থেকেই বোনকে টেনে হিঁচড়ে গ্রামে নিয়ে আসে দুই ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, সারা রাস্তা বোনকে মারতে মারতে তারা গ্রামে ফেরে। এর পর এক কোপে বোনের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন করে দেয়। পুলিশের দাবি, রক্তঝরা সেই মাথা নিয়ে প্রায় একঘণ্টা ধরে রাস্তায় ঘোরে তারা। এরপর গা-ঢাকা দেয়।
প্রত্যক্ষদর্শী একজন জানান, মেয়েটির এক দাদা শাথা ধরে চিত্কার করছিল, এটা হচ্ছে ওর জন্য উচিত শিক্ষা। আমাদের বোন বা মেয়ে কারও সঙ্গে প্রেম করবে, সেটা আমরা মানব না। তা হলে এমন কঠিন শাস্তিই পেতে হবে।
জানা গেছে, পরিবারের একমাত্র মেয়ে ছিল ফুল জাহান। তাঁর আট ভাইয়ের মধ্যে ছয় ভাই থাকেন দিল্লিতে। উত্তরপ্রদেশের গ্রামের বাড়িতে যে দুই ভাই রয়েছে, তারাই এই কাণ্ড ঘটিয়েছে। এমন বীভত্স্য দৃশ্য চাক্ষুষ করে আতঙ্কিত গোটা গ্রাম।