প্যারিসে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা অভিযানে নিহত ফ্রান্স পুলিশের একটি কুকুরকে বীরত্বসূচক পদক দেওয়া হচ্ছে। ডিজেল নামের সাত-বছর বয়সী কুকুরটি ছিল ফ্রান্সের সন্ত্রাসবিরোধী এলিট পুলিশ ইউনিট রেইড এর সদস্য।
গত মাসে প্যারিসের সন্ত্রাসী হামলার পর হামলাকারীদের ধরতে রেইড শহরের বিভিন্ন জায়গায় নিরাপত্তা অভিযান পরিচালনা করে। এমনি একটি অভিযানে ১৮ নভেম্বর প্যারিসের একটি ফ্ল্যাটবাড়িতে অভিযানের সময় ডিজেলের গায়ে পাঁচটি গুলি লাগে।
ডিজেলকে পরিচালনা করেন যে কর্মকর্তা তিনি জানান, কুকুরটি বাড়ির একটি কক্ষ পরীক্ষা করে বেরিয়ে আসে।
"এর পর সে দ্বিতীয় কক্ষটির দরজা দিয়ে মাথা ঢোকায় এবং তড়িৎ গতিতে এগিয়ে যায়"
তিনি বলছিলেন, "এরপর ঘরের ভেতর থেকে আমি একের পর এক গুলির শব্দ শুনতে পাই।"
"আমি ডিজেলকে বুঝতাম, সেও আমাকে বুঝতে পারতো। এই পরিস্থিতিতে কী করা উচিত আমরা দু'জনেই তা জানতাম।"
গুরুতর আহত হওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। তাকে বাঁচানোর সর্বাত্মক চেষ্টা করেও কোন লাভ হয়নি।
ডিজেল যে পুরষ্কারের জন্য মনোনীত হয়েছে তার নাম পিডিএসএ-ডিকিন মেডাল। এই পদককে পশুদের জগতের ভিক্টোরিয়া ক্রস বলে বর্ণনা করা হয়।
১৯৩৪ সাল থেকে ৩০টি কুকুর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জরুরি বার্তাবাহী ৩২টি কবুতর, তিনটি ঘোড়া এবং একটি বিড়ালকে এই পদক দেওয়া হয়েছে।
নববর্ষের সময় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ডিজেলের বীরত্বের পদকটি ফরাসী পুলিশের হাতে তুলে দেওয়া হবে।
সূত্র: বিবিসি
বিডি-প্রতিদিন/২৯ ডিসেম্বর ২০১৫/ এস আহমেদ