ভারতীয় যোগ গুরু রামদেবের তৈরি 'পতঞ্জলি' পণ্য কেনার বিরুদ্ধে ফতোয়া দিয়ে মুসলিমদের তা কিনতে বারণ করা হয়েছে। তামিলনাড়ু তৌহিদ জামাত (টিএনটিজে) নামে একটি সংগঠন এ ফতোয়া দেয়। এতে পতঞ্জলি'র ভেষজ ওষুধ, খাদ্য এবং প্রসাধনীতে গোমূত্র ব্যবহার করা হয় জানিয়ে তা মুসলিমদের জন্য হারাম বলে অভিহিত করা হয়।
সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মুসলমানদের ধর্মে গোমূত্র খাওয়া হারাম। সুতরাং পতঞ্জলি পণ্য হারাম।
এদিকে, ফতোয়ার ঘটনায় সামাজিক মাধ্যমে ঝড় উঠেছে। ফতোয়া নিয়ে রামদেবের ভক্তরা যেমন টিএনটিজেকে এক হাত নিচ্ছেন, তেমনি এই সুযোগে রামদেবকে নিয়ে টীকা টিপ্পনীও কাটছেন কেউ কেউ।
তবে ফতোয়ার ব্যাপারে রামদেবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। সূত্র : বিবিসির
বিডি-প্রতিদিন/৩১ ডিসেম্বর ২০১৫/শরীফ