মানুষের বিয়েতে লাখ লাখ টাকা এমনকি কোটি টাকা খরচের কথা শোনা যায়। তাই বলে গরুর বিয়েতে ২৫ লাখ লাখ টাকা খরচ! বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই! তবুও সত্য।
ভারতের গুজরাটের ভবনগর জেলার কোটিয়া গ্রামে সম্প্রতি ১৮ লাখ রুপি খরচ করে দুই গরুর বিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ২১ লাখ ১০ হাজার ২৮৪ টাকা।
মানুষের বিয়ে যেভাবে দেওয়া হয়, ঠিক সেভাবেই তাদের বিয়ে দেওয়া হয়েছে। ছিল বরের জন্য মঞ্চ সাজানো। কনের শরীরে লাল শাড়ি। গলা ভর্তি স্বর্ণ। শুধু কি তাই, বরের শরীরে ছিল সাদা পোশাক ও কিছু স্বর্ণ। এছাড়া তাদের পা থেকে মাথা পর্যন্ত নানা অলঙ্কারে সাজানো ছিল।
গরু কনের (বকনা) নাম পুনম এবং বরের নাম অর্জুন (ষাঁড়)।
পুনম ও অর্জুনের বিয়ের অনুষ্ঠানের যাবতীয় খরচ বহন করে পারাসানা চ্যারিটেবল ট্রাস্ট। গো রক্ষার্থে গঠিত পারাসানা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা বিজয়ভাই বলেন, দেশে প্রতিটি পরিবারে অন্তত একটি করে হলেও গরু পালন করা দরকার।
প্রসঙ্গত, গুজরাটে গরু জবাইয়ে ব্যাপক কড়া নিষেধাজ্ঞা রয়েছে। কিছুদিন আগে গরুকে রাষ্ট্রমাতা করার দাবিতে বিষ খেয়ে রাজ্যটিতে একজন মারা যায়।
বিডি-প্রতিদিন/২৭ মার্চ ২০১৬/শরীফ