বিশ্বব্যাপী অনলাইনের অাধিপত্য সত্ত্বেও হাতে বই রেখে পড়ার প্রবণতা এখনো অবিরত রয়েছে। নতুন একটি বই হাতে নিয়ে পড়ার অনুভূতিই অন্যরকম। তবে কখনো কখনো নতুন বা পছন্দের কোনো বই পেতে আমাদের সমস্যার মধ্যে পড়তে হয়। এ সমস্যা থেকে মুক্তি দিতেই বই প্রেমীদের জন্য সুখবর নিয়ে এসেছে ফ্রান্স। ভবিষ্যতে হয়তো আর কখনও বই না পাওয়ার হতাশা নিয়ে বাড়ি ফিরতে হবে না। হাতের এক মগ গরম কফি শেষ হতে যে সময় লাগবে এর মধ্যেই ছাপা হবে আপনার পছন্দের বইটি! মূলত কাজটি করবে একটি প্রিন্টার। আর এটি তৈরি করেছে লেস প্রেসেস ইউনিভার্সিটিজ দে ফ্রান্স। প্রাথমিকভাবে ফ্রান্সের একটি দোকানে বসানো হয়েছে এসপ্রেসো বুক মেশিন নামে প্রিন্টারটি। মাত্র কয়েক মিনিটের মধ্যেই বই ছাপানো, বাঁধানো ও পরিপাটি করে সাজানোর কাজ করে এই বুক মেশিন।
৭২ বর্গমিটারের একটি দোকানে বসানো হয়েছে এসপ্রেসো বুক মেশিন। প্রায় ৩০ লাখ ডিজিটাল বই থেকে গ্রাহকদের পছন্দ অনুয়ায়ী বই ছাপিয়ে দিচ্ছে তারা। একটি বই ছাপানো, বাঁধানো ও সাজানোর কাজ করতে এই মেশিনের সময় লাগে মাত্র কয়েক মিনিট।
চাহিদা সাপেক্ষে সংস্করণের মানে এসপ্রেসো বুক মেশিনে বই ছাপানোর ক্ষেত্রে বইয়ের প্রচ্ছদ চিরাচরিত বইয়ের মলাটের তুলনায় কিছুটা আঠালো হয়। তবে লাইব্রেরি মানের বই প্রকাশের ক্ষেত্রে কোনো হেরফের হয় না। এর ছাপা খরচও খুব বেশি হচ্ছে না। প্রেসে ছাপানো বইয়ের দামেই বিক্রি হচ্ছে এসপ্রেসো বুক মেশিনের ছাপানো বই।
বিডি-প্রতিদিন/২৮ মার্চ ২০১৬/শরীফ