ফাটল দেখা দিয়েছে মাউন্ট এভারেস্টে এমনটা শোনা যাচ্ছে। নেপালের সেই ভয়ঙ্কর ভূমিকম্পই নাকি এই ফাটল সৃষ্টির কারণ। মে মাস থেকে পর্বতারোহীদের এভারেস্টে ওঠার কাজ শুরু হয়। কিন্তু এভারেস্টে ফাটল দেখা দেওয়ায় তারা বড়সড় বিপদের আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছেন।
২০১৫ সালে নেপালে সংঘটিত হয় বিধ্বংসী ভূমিকম্প। সেই ভূমিকম্পের ভয়াবহতা এতোটাই ছিল যে, তার আফটার শকে ৪০০ বারেরও বেশি সময় কেঁপেছিল দেশটি। এর ফলে গত বছর এভারেস্ট অভিযান বন্ধ করে দেওয়া হয়েছিল।
গত বছর যে সব পর্বতারোহী এভারেস্ট অভিযান করতে পারেননি, তাদের পারমিট ২০১৭ সাল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছিল। তাই অনেক পর্বতারোহী আগে থেকেই বেস ক্যাম্পে পৌঁছতে শুরু করে দিয়েছেন। কিন্তু এভারেস্টের ফাটল দেখা দেওয়ার খবরে তাদের যাত্রা বাধাগ্রস্ত হতে পারে।
বিডি-প্রতিদিন/ ২৮ মার্চ, ২০১৬/ রশিদা