ছোটবেলায় বাবা-মায়েরা আমাদের হাঁটতে-বসতে কথার ছলে অনেক আদব-কায়দা শেখান৷ কীভাবে বড়দের সঙ্গে কথা বলতে হয়, কোনটা বলতে হয়,কোনটা বলতে নেই৷ কারোর বাড়ি গিয়ে কীরকম আচরণ করতে হয় ইত্যাদি৷ কিন্তু কোনও ক্যাফে কি আমাদের এইরকম কোনও আদব শিখিয়েছে কোনদিন? অনেকেই এটা শুনে বলবে না শেখায়নি। কিন্তু এখন ইংল্যান্ডের একটি কফি শপ এই কাজই করছে একটি সাইন বোর্ডের মাধ্যমে৷
তারা তাদের ক্যাফেতে একটি সাইন বোর্ড টাঙিয়েছে যাতে খুব সুন্দরভাবে লেখা আছে কীভাবে মানুষের সঙ্গে নম্রভাবে কথা বলতে হয়, কীভাবে ভালোভাবে কথা বলে মানুষের মন জয় করতে হয়৷ এক মনরোগ বিশেষজ্ঞের মতে বর্তমানে মানুষ প্রায় ভুলেই গেছে শোভনতা কাকে বলে৷ এই অভিনব উদ্যোগ অনেক উপকারে আসবে। অন্তত লজ্জায় পড়ে হলেও মানুষ ভালো ব্যবহার করবে। সেখানে ভালো আচরণ করলে কফির দামও কম রাখা হচ্ছে।
এইরকম একটি অভিনব ক্যাফের খবর ছড়িয়ে পড়ার পর সারাবিশ্বে এর প্রশংসার ঝড় উঠেছে৷ ইন্টারনেটে রীতিমতো এই নিয়ে চর্চা হচ্ছে৷ বহু মানুষ এই অভিনব উদ্যোগে বেশ খুশি, তবে কেউ কেউ খুব উদ্বিগ্ন, যে কী যুগ এল মানুষকে শেখাতে হচ্ছে কীভাবে ব্যবহার করতে হয়!
বিডি-প্রতিদিন/এস আহমেদ