অপারেশন টেবিলে এবার এক নারী রোগীকে ধর্ষণের অভিযোগ উঠল চিকিৎসকের বিরুদ্ধে। ভারতের শিলিগুড়ির নকশালবাড়ি এলাকায় শুক্রবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্ত চিকিৎসক রঞ্জন পানিগ্রাহীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে। খবর সংবাদ প্রতিদিনের।
জানা গেছে, শুক্রবার মেরি ভিউ এলাকার চা বাগানের এক নারী কর্মী ওই চিকিৎসকের কাছে যান। গর্ভপাত করানোর জন্য তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি। কিন্তু অপারেশন টেবিলে চিকিৎসক সেই নারীকে ধর্ষণ করার চেষ্টা করে।
নিগৃহীতা সেই নারী নকশালবাড়ি থানায় ওই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ জানালে তাকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তী সময়ে হৃদরোগের কারণ দেখিয়ে ছাড়া পায় সেই চিকিৎসক। বিধাননগর স্বাস্থ্যকেন্দ্রের ওই চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত করা হবে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
বিডি-প্রতিদিন/ ৩ ফেব্রুয়ারি, ২০১৭/ আবুল্লাহ সিফাত-২১