সবুজ চোখের পর এবার 'আই পপিং' কিশোর। সামাজি যোগাযোগ সাধ্যমে ফের ভাইরাল পাকিস্তানের এক কিশোর। এই কিশোরের কীর্তি দেখলে ভয়ে আপনি অজ্ঞান হয়ে যেতে পারেন।
পাকিস্তানের লাহোরের ১৪ বাসিন্দা আহমেদ আলি। অদ্ভুত এক খেলায় পটু সে। মাত্র ১০ মিনিটের মধ্যে সে কোটর থেকে বের করে আনতে পারে তার চোখের মণি।
আহমেদ জানায়, একদিন খেলাচ্ছলে আচমকাই ঘটনাটি ঘটে। প্রথমে বেশ ভয় পেয়ে গিয়েছিল সে। তারপর যখন বুঝল যে, বিশেষ কোনও ক্ষতিই হয়নি তার চোখের, তখন থেকেই মজা পেয়ে যায়। নিজের চোখ উল্টে অন্যের চোখ ছানাবড়া করে দিতে শুরু করে সে।