একটা বড় দুঃস্বপ্নের সাক্ষি হলো চীনের দর্শনার্থীরা। তবে চোখের সামনে ঘটলেও কারও কোনো কিছু করার ছিল না। বিশাল রাইডটা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ১৪ বছরের কিশোরীর। দক্ষিণ চীনের চংকিং শহরের জনপ্রিয় জাহুয়া বিনোদন পার্কে গত শুক্রবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এরপর ইন্টারনেটে ভাইরাল এই ভিডিওটি দেখেই নিজেই বিচার করুন আর বিনোদন পার্কের দুঃসাহসিক রাইডগুলি চড়বেন কিনা।
যদিও কেমন করে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল সেই সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। তবে সূত্রের খবর, যান্ত্রিক গোলযোগের জন্যই রাইড থেকে পড়ে যায় ওই কিশোরী। যদিও পার্ক কর্তৃপক্ষ থেকে দাবি করা হয়েছে, রাইডে সবরকম নিরাপত্তা ব্যবস্থা ছিল। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব