বৃষ্টির কারণে খেলা বন্ধ থাকার উদাহরণ তো অনেক। কিন্তু মৌমাছির জন্য খেলা বন্ধ রাখার কথা কি শুনেছে! তাও আবার দু–দু’বার। শনিবার জোহানেসবার্গে চলছিল দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা তৃতীয় এক দিনের ম্যাচ। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার ইনিংসের প্রথম দিকে একবার মাঠে মৌমাছি ঢুকে যায়। আত্মরক্ষার জন্য দুই দলের ক্রিকেটাররাই তখন মাটিতে শুয়ে পড়েন। মাঠকর্মীরা রাসায়নিকের মাধ্যমে মৌমাছি তাড়ানোর ব্যবস্থা করেন।
কিন্তু আবারও একই কাণ্ড ঘটে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ২৭তম ওভারে। এবার মৌমাছির সংখ্যা আরও বেশি। যা তাড়াতে দীর্ঘ সময় লাগে। ক্রিকেটাররাও দৌড়তে দৌড়তে ড্রেসিংরুমে গিয়ে ঢোকেন। এরপর ১ ঘণ্টা ৫ মিনিট পর আবার শুরু হয় খেলা। সত্যিই কত কাণ্ড জোহানেসবার্গে!
বিডি-প্রতিদিন/০৫ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব