ব্রিটেনের রানি এলিজাবেথ সিংহাসন অধিষ্ঠানের ৬৫ বছর পূর্ণ করেছেন আজ সোমবার। এ উপলক্ষে রানি তার শাসনকালের 'নীলা জয়ন্তী' পালন করেছেন। অনুষ্ঠানকে সামনে রেখে ব্রিটিশ ফটোগ্রাফার ডেভিড বেইলির তোলা একটি ছবি প্রকাশ করেছ বাকিংহাম প্যালেস।
ছবিটি রানির কার্যালয়ে তোলা, যাতে দেখা যায় রানি নীলকান্তমণির অলঙ্কার এবং নীল রঙেরই পোশাক পরে আছেন। ২০১৪ সালে রানীর ৮৮তম জন্মদিনে ধারবাহিক ভাবে যেসব ছবি তুলেছিলেন বেইলি, সেগুলোরই একটি এটি। রানীর সিংহাসন আরোহনের 'নীলা জয়ন্তী' উপলক্ষে এটি আবারও প্রকাশ করা হয়েছে।
জানা যায়, ১৯৪৭ সালে ব্রিটিশ রাজা ষষ্ঠ জর্জ রানী এলিজাবেথের বিয়েতে এসব অলঙ্কার উপহার হিসেবে দিয়েছিলেন। 'নীলা জয়ন্তী' উদযাপন উপলক্ষে স্থানীয় সময় বেলা ১টায় লন্ডন থেকে ৪১ বার তোপধ্বনি করে রানীকে রাজকীয় অভিবাদন জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার